আজকাল মানুষ সিম কোম্পানির কাছে থেকে ইন্টারনেট ব্যবহার না করে ব্রডব্যান্ডএর দিকে বেশি ঝুঁকে পড়েছে, কারণ broadband ইউজ করলে পাচ্ছেন আনলিমিটেড DATA।
আবার আপনি যদি কোন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর ওয়েবসাইট দেখেন সেখানেও দেখবেন 5Mbps ওয়াইফাই এর সাথে 100Mbps থেকে 150Mbps অথাবা এর চেয়ে বেশি Unlimited BDIX speed পেতে পারেন।
BDIX এমন এক ধরনের সেবা, যা শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারই দিতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে BDIX কি?
BDIX কি?
BDIX এর ফুল মিনিং হচ্ছে Bangladesh Internet Exchange। বাংলাদেশ বিডিআইএক্স সেবা চালু হয় 2004 সালে। সরকারিভাবে অনুমতি পায় 2014 সালে। বিডিআইএক্স সম্পর্কে বুঝতে হলে প্রথমে আমাদের File Transfer Protocol (FTP) Srver সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তাদের গ্রাহকদের বেশি সেবা দেওয়ার জন্য FTP সার্ভার তৈরি করেন। এফটিপি সার্ভার হচ্ছে এমন এক ধরনের সার্ভার যে, এটি শুধু তারাই ব্যবহার করতে পারবে, যাদের কম্পিউটার বা মোবাইল আইএসপির FTP সার্ভারের সাথে সরাসরি ক্যাবলের মাধ্যমে সংযুক্ত রয়েছে, অর্থাৎ ISP এর কম্পিউটার সার্ভারের সাথে সরাসরি যে কম্পিউটার গুলো বা যে মোবাইলগুলো কানেক্ট থাকবে। শুধু তারাই এই FTP/Local Server Access করতে পারবে।
এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সর্বোচ্চ একটি বা দু'টি FTP Server(লোকাল সার্ভার ও বলা যায়) তৈরি করে থাকে। গ্রাহককে বেশি সুবিধা দিতে কয়েকটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একত্রিত হয়ে তাদের লোকাল সার্ভার গুলোকে এমন ভাবে সেটআপ করে, যাতে অন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের গ্রাহকরা সার্ভারটি অ্যাক্সেস করতে পারে। এতে দেখা যাচ্ছে এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের গ্রাহক অন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর FTP Server অ্যাক্সেস করতে পারে। এই পদ্ধতিতে গ্রাহকরা এক এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকার BDIX সার্ভারের সেবা নিতে পারে।
এইযে এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার(ISP) এর FTP Server অন্য ISP এর গ্রাহক তার এলাকায় বসে অ্যাক্সেস করছে, এই পদ্ধতি হচ্ছে BDIX।
FTP সার্ভারে কেন বেশি Speed পাওয়া যায়?
এই লোকাল সার্ভার বা FTP সার্ভার সরাসরি গ্রাহকের ডিভাইসের সাথে অপটিক্যাল ফাইবার ক্যাবল অথবা CAD5/CAD6 ক্যাবলের মাধ্যমে কানেক্টেড থাকায় FTP সার্ভারের গতি অনেক বেশি হয়। ডাউনলোড স্পিড ও অনেক বেশি হয়।
BDIX সার্ভার কেমন হয়?
বিডিআইএক্স সার্ভার বলতে মূলত ftp-server কি বুঝানো হয়। FTP সার্ভারে ওয়েবসাইট তৈরি করা হয় এবং এই ওয়েবসাইটের কখনো ডোমেইন নেম থাকে আবার কখনো সরাসরি আইপি অ্যাড্রেস এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারে গ্রাহকরা। এই ওয়েব সাইটে বড় সাইজের ফাইল আপলোড করে থাকে যেমন:- 5GB, 10GB, 15GB। গ্রাহকরা সহজেই উচ্চ গতিতে এই ফাইল ডাউনলোড করে তাদের নিজের কম্পিউটারে নিতে পারে।
কী কী পাওয়া যায় এই FTP সার্ভারে?
এই লোকাল সার্ভারের ওয়েবসাইডে Live Tv, HD মুভি, HD Song , HD নাটক, বিভিন্ন Software, Windos File সাধারণত পাওয়া যায়।