ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি সত্যিই অনেক জোস। যে কেউ Roasting ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করতে পারেন। এতে ভিডিওটা অনেক আকর্ষণীয় হয়ে উঠবে এবং সেই সাথে আপনাদের এটাও জানিয়ে রাখছি যে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি।
বুঝতে সমস্যা হলে ভিডিও দেখে নিতে পারেন।
নিচের লিংক থেকে মিউজিকটি ডাউনলোড করে নিতে পারেন।
Download Timer
আমি আমার ইউটিউব চ্যানেলে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড এর মাধ্যমে একটি ভিডিও তৈরি করেছি কোন কপিরাইট ক্লেইম আসেনি।
আমরা অনেকে Youtube এ এই Background Sound খুঁজি কিন্তু Original version টা পাই না। সেই সাথে দেখলাম দু-একজন ভাই সাউন্ড শেয়ার করেছেন। কিন্তু Audio Quality তেমন একটা ভালো না। সেই সাথে Edited Version তাই একটু প্রবলেম ও আছে। অনেকেই এই Background Sound চায়। আমি অনেক Research এর পরে এই Background Music এর Original ভার্শন পেয়েছি। তাই ভাবলাম এই পোষ্টের মাধ্যমে মিউজিকটি আপনাদের সাথে শেয়ার করা যায়।
তাই ঝটপট ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিচে Play Button রয়েছে Play করে মিউজিক শুনে নিতে পারেন। সেই সাথে মিউজিক ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। মিউজিক ফুল আপলোড করা হলো। এখানে কোনো এডিট করা হয়নি এবং এটি অরিজিনাল ভার্শন। সরাসরি আপনার পছন্দের যে কোন ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করতে পারেন।
বাকগ্রাউন্ড মিউজিক Download বাটন থেকে সংগ্রহ করুন।
আপনি কোন Background Music খুজে না পেলে তা আমাদের কমেন্ট বক্সে অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনার মিউজিকটি খুঁজে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।