ভিডিওতে views বেশি পেতে আপনার Thumbnail আকর্ষণীয় করুন

Custom Thumbnail এর মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওর ভিউজ বাড়ানোর উপায়।
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

ইউটিউব ভিডিওতে বেশি ভিউজ পেতে অবশ্যই আমাদের কাস্টম থামনেল ব্যবহার করা উচিত। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পরে  ভিডিও থেকেই Default একটি পিকচার থামনেল হিসেবে সিলেক্টেড অবস্থায় থাকে। এই পিকচার থেকে দর্শক তেমন কিছুই বুঝতে পারেনা এবং আপনার ভিডিও  সম্পর্কে কোন ধারণায় পায় না। তাই  ভিডিওর মধ্য কি রয়েছে সেটাও খুব বেশি বুঝতে পারে না। এই জন্য আপনাকে অবশ্যই একটি   Custom থামনেল আপলোড করতে হবে।

Youtbe Custom Thumbnail


কাস্টম থামনেল কি?

ইউটিউব ওপেন করলে প্রত্যেকটা ভিডিও শুরুতে বা ভিডিও প্লে হওয়ার আগে যে পিকচারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে থামনেল। 

Thumbnail দুই ধরনের হয়। 

প্রথমঃ ইউটিউবে ভিডিও থেকে by default একটি পিকচার সিলেক্ট হয়ে থাকে। এটি একটি থামলেন। 

দ্বিতীয়তঃ আপনি একটি পিকচার সুন্দর করে এডিট করে ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আর নিজের ইচ্ছামত পিকচার এডিট করে আপলোড করার এই পদ্ধতি হচ্ছে Custom Thumbnail 


আমার ইউটিউব চ্যানেলে আমি কাস্টম থামনেল ইউজ করে বেশ ভালো সাড়া পেয়েছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি নিচের লিঙ্ক থেকে ঘুরে দেখে আসতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আমার ইউটিউব চ্যানেলে থামনেল গুলো কেমন হয়েছে অথবা আপনার কাছে কেমন লেগেছে।

Thumbnail  তৈরীর সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবেঃ


Thumbnail এ ভিডিওর মেইন টপিক সম্পর্কে দুই থেকে তিনটি ওয়ার্ড লিখুন।

থামনেল বা পিকচারের উপরে ভিডিও সম্পর্কে কিছু লিখুন যাতে দর্শক আপনার থামনেল বা পিকচার দেখার পরে কিছুটা ভিডিও সম্পর্কে ধারণা পায়, আকর্ষিত হয়ে ভিডিওতে ক্লিক করে। তবে থামনেল এমন কিছু লিখবেন না যা আপনার ভিডিওর টপিকের সাথে মিল নেই, অথবা আপনার ভিডিওতে নেই, অথবা 18 +.... কোন কিছু। তাহলে আপনার থামনেলটি ক্লিক বেড এর আন্ডারে পড়ে যাবে। এতে আপনার চ্যানেলের বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। 

চলুন এখন মেইন টপিকে যাই

কিভাবে থামনেল তৈরি করবেন? আপনি এটি কম্পিউটার বা মোবাইল যে কোন ডিভাইসে করতে পারেন। প্রথমে কম্পিউটারের কথাই বলছি কম্পিউটারে থামনেল তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। তবে Adobe photoshop সফটওয়্যারে সহজেই থামনেল তৈরীর কাজ করতে পারবেন।
ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে থামনেল সাইজ। ইউটিউব ভিডিও thumbnail Size নিতে হবে 1280*720px অথবা 1920*1080px 

মোবাইলের Thumbnail তৈরির জন্য অনেক অ্যাপস আছে। তবে আজ আমরা Pixllab  নামে অ্যাপসটি ব্যবহার করে Thumbnail তৈরি করব। এখন আপনি যে ভিডিওর জন্য থামলেন তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিও (অন্য কোন পিকচার ও নিতে পারেন) থেকে একটি স্ক্রিনশট নিন।

এখন  Pixellab ওপেন করুন এবং প্রথমে ডান কর্নারে থ্রি ডট থেকে Image Size এ ক্লিক করুন। ইমেজ সাইজ 1280*720Px অথবা 1920*1080Px (হাই কোয়ালিটি Thumbnail এর জন্য) করে নিন। তারপর সাইজ বসানোর পরে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার দেওয়া ইমেজ সাইজ সেট হয়ে যাবে।

এখন আপনি অ্যাড বাটন থেকে আপনার ভিডিওর স্ক্রিনশটটি নিয়ে আসুন, স্ক্রিনশট ঠিকঠাকভাবে Thumbnail সাইজের সাথে মিলিয়ে নিন। তারপরে আপনি অ্যাড টেক্সট বাটনে ক্লিক করে ভিডিও সম্পর্কে ২-৩টি keyword লিখুন। লেখাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য বা আকর্ষণীয় করার জন্য সুন্দর কিছু ফন্ট ব্যবহার করুন। আমি যেহেতু বাংলা কনটেন্ট নিয়ে কাজ করেছি। আমার বেশিরভাগ thumbnail বাংলায় লিখতে হয় এবং সেই সাথে আমি বাংলা কয়েকটি ফন্ট নিচের লিংকে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে ফন্ট গুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এতে আপনার থামনেল অনেক বেশি প্রফেশনাল হবে।


এখানে ক্লিক করে আমার সহ সেরা কিছু ইউটিউবার এর ব্যবহার করা Font গুলো দেখে নিতে পারেন এবং চাইলে Download করেও নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী ।

এখন  আপনার পছন্দের ফন্ট ব্যবহার করুন। এরপরে লেখায় কিছুটা স্ট্রোক এবং শ্যাডো ব্যবহার করুন। স্ট্রোক ব্যবহার করার জন্য Text সিলেক্ট অবস্থায় pixelLab App এর A আইকনে ক্লিক করুন।



তারপরে স্ট্রোক লেখায় ক্লিক করে এখান থেকে আপনার পছন্দমত বাড়িয়ে-কমিয়ে স্ট্রোক নিয়ে নিতে পারেন। এর পরে শ্যাডো লেখায় ক্লিক করে যতটুকু শ্যাডো ব্যবহার করলে ছবিটি আকর্ষণীয় হয় ঠিক ততটুকুই শ্যাডো ব্যবহার কবন।


এখন আসা যাক টেক্সট কালার নিয়ে
আপনি যে লেখাগুলো লিখছেন এই লেখা গুলোতে সাধারণত চার ধরনের কালার ব্যবহার করতে পারেন এই চার ধরনের কালার ব্যবহার করলে আপনার Thumbnail অনেক বেশি আকর্ষণীয় হবে।
Text এর কালার অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ করতে হবে এতে লেখাগুলো সবচেয়ে বেশি ফুটে উঠবে সেই কালারের নাম গুলো নিচে দেওয়া হল। 

১। Text Color White(ব্যাকগ্রাউন্ড কালার হবে - Orange, violet,  blue, black red Grey এই কয়টির যেকোন একটি কালার নিতে পারেন) 
২। Text Color Yellow (ব্যাকগ্রাউন্ড কালার হবে blue violent black grey এই কয়টির যেকোন একটি কালার নিতে পারেন)
৩। Text Color Green(ব্যাকগ্রাউন্ড কালার হবে blue, violent black white Grey এই কয়টির যেকোন একটি কালার নিতে পারেন) 
৪। Text Color Orange( ব্যাকগ্রাউন্ড কালার হবে white black  Grey এই কয়টির যেকোন একটি কালার নিতে পারেন) 

লেখাই এই চার ধরনের কালার ব্যবহার করলে স্ট্রোকে কালো কালার ব্যবহার করলে সবচেয়ে সুন্দর হয় এবং লেখাটি বেশি ফুটে ওঠে। আরো বেশি ফুটিয়ে তোলার জন্য লেখার ব্যাকগ্রাউন্ডে একটি ট্রান্সপারেন্ট পিকচার ব্যবহার করতে পারেন।
নিচের লিংক থেকে অনেকগুলো ট্রান্সপারেন্ট পিকচার ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার Thumbnail তৈরীর সময় ব্যবহার করতে পারেন। তাহলে আপনার লেখাটি আরও বেশি আকর্ষণীয় হবে এবং সেইসাথে আপনার থামনেল তৈরীর সময়টা অনেক বেঁচে যাবে।

এছাড়াও আপনি টেক্সট এর ব্যাকগ্রাউন্ডে এক কালার ব্যবহার করতে পারেন। তবে এটি অবশ্যই মাথায় রাখবেন যে কালার ব্যবহার করুন না কেন আপনার লেখা যেন স্পষ্ট বোঝা যায়, প্রয়োজনে উপরে চারটি উদাহরণ এর মধ্য একটি বেছে নিতে পারেন।
তারপরের সম্পূর্ণ Thumbnail এডিট শেষে আপনি Save বাটনে ক্লিক করে Thumbnail টি সেভ করে নিন।

এরপরে আপনি Youtube Studio এর মাধ্যমে আপনার ভিডিওতে থামনেল টি অ্যাড করে নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

Other post

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.