আসসালামু আলাইকুম
এই পোষ্টের মাধ্যমে আমরা জানবো কিভাবে Pixellab App এ কিভাবে Custom ফন্ট ইন্সটল করবেন?
Custom Font কী?
Pixellab অথবা অন্য কোন সফটওয়্যারে এর বাহিরে যে Font গুলো রয়েছে সেগুলো হচ্ছে Custom Font। এই পোষ্টের মাধ্যমে আমরা বাহিরের যেকোনো Font কে Pixellab এ Add করে আমাদের লেখার Styleপরিবর্তন করতে পারি, সে পদ্ধতি শিখব। আর বাহিরের যে কোনো Font কে এই সফটওয়্যার গুলোতে ব্যবহার করাকে Custom Font বলা হয়।
এর আগে Pixellab সম্পর্কে হালকা একটু ধারনা নেয়া যাক। Pixellab মূলত একটি ফটো বা পিকচার এডিটিং সফটওয়্যার। পিকচারের উপরে বিভিন্ন স্টাইলে লেখার জন্য বিভিন্ন ধরনের কাস্টম ফন্ট ব্যবহার করা হয়। আর এই Pixellab এর মাধ্যমে আমরা খুব সহজে আকর্ষণীয় ইউটিউবে থামনেল তৈরি করতে পারি।
ইউটিউব ভিডিও ভাইরাল হবেই সহজ কিছু উপায়ে
Pixellab এ কিভাবে কাস্টম Font Install করতে হয়?
এ জন্য প্রথমে Pixellab App ওপেন করুন এরপরে নিচে (A) বাটেনে ক্লিক করুন অথবা উপরে বাম পাশে (+) আইকনে ক্লিক করে Text বাটনে ক্লিক করে কিছু লিখুন।
পরবর্তীতে লেখা সিলেক্ট করে আবার নিচে (A) চিহ্নের যে আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করুন এবং Font লেখা রয়েছে Font লেখার উপরে ক্লিক করুন।
এখান থেকে আপনি Fonts থেকে আপনার পছন্দ মত যে কোন ফন্ট ব্যবহার করতে পারেন। এছাড়া ইন্টারনেটে আরও অনেক আকর্ষণীয় ফ্রন্ট রয়েছে। আপনি সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
ইন্টারনেট থেকে ফন্ট ডাউনলোড করে ব্যবহার করার জন্য, এখান থেকে My Fonts এ ক্লিক করুন। তারপরে +Icon দেখতে পাচ্ছেন এ (+) আইকনে ক্লিক করে আপনার ডাউনলোডকৃত Font এখান থেকে সিলেক্ট করুন।
তবে আপনার সুবিধার্থে বলে রাখি আপনি সব সময় .otf Or .ttf Format এর ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন।
এবার আপনার লেখাটির সিলেক্টেড অবস্থায় আবার Fonts Botton থেকে My Font tab এ ক্লিক করুন তারপর আপনি যে
এবার আপনি ইচ্ছামত টেক্সট ছোট বড় করে ম্যাচ করে নিন পিকচারের সাথে।
ধন্যবাদ
আশা করছি সবাই বুঝতে পেরেছেন।