আসসালামু আলাইকুম,
আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন😊
অনেক সময় আমাদের ট্রেনে ভ্রমণের সময় ট্রেনের লোকেশন দেখার প্রয়োজন হয়। যেমন আপনি একটি স্টেশনে দাঁড়িয়ে আছেন সে সময় আপনার জানার প্রয়োজন হতে পারে যে, ট্রেন এখন কোন স্টেশনে আছে অথবা ট্রেন অনেক লেট করতেছে, আপনি জানতে পারছেন না ট্রেন আসতে কতক্ষন লাগতে পারে বা আপনি ট্রেনের লোকেশন জানার চেষ্টা করছেন। এছাড়াও ট্রেনের লোকেশন জানার প্রয়োজন হতেই পারে।
ট্রেনের লোকেশন চেক করার এই পদ্ধতি ১৬ জানুয়ারি ২০১৪খ্রিঃ তারিখ থেকে চালু হয়েছে।
আপনি দুই ভাবে ট্রেনের লোকেশন চেক করতে পারেন।
- মোবাইলে এসএমএস এর মাধ্যমে
- অ্যাপসের মাধ্যমে
মোবাইলে এসএমএসের মাধ্যমে লোকেশন
প্রথমে মোবাইলের মেসেজ অপশন ওপেন করুন তারপরে ম্যাসেজ অপশনে লিখবেনঃ
এখানে ক্লিক করে বাংলাদেশের সকল Train Code or Train number দেখে নিতে পারেন
TR<space>Type Train number/Train Code তারপর (send) 16318 নাম্বারে পাঠান।
উদাহরণঃ
To: 16318
Enter Massage: TR 757
এখানে ক্লিক করে বাংলাদেশের সকল Train Code or Train number দেখে নিতে পারেন
অ্যাপসের মাধ্যমে লোকেশন
অ্যাপস ইনস্টল এর পদ্ধতি।
প্রথমে আমরা Google Play Store থেকে BR Explorer অ্যাপটি ইন্সটল করে নিব। তারপরে অ্যাপটি ওপেন করব এবং New User? Sign up Now বাটনে ক্লিক করব।
তারপর এখানে মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড (পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই) এবং Referral Code- 4CECC192943 দিয়ে একাউন্ট খুলে ফেলুন। আমার এই রেফার কোড ব্যবহার করে আপনি ফ্রি ২০টি পয়েন্ট পাবেন। এই ২০ পয়েন্ট এর মাধ্যমে আপনি ২০ বার ফ্রিতে ট্রেনের লোকেশন চেক করতে পারবেন। তাই আমার 4CECC192943 রেফার কোড ব্যবহার করুন।
এরপর ভোটার আইডি (NID) কার্ডের Front & Back Part স্ক্যান করতে হবে।
BR Explorer Referral Code: 4CECC192943
তারপরে TERMS & CONDITIONS ট্যাপ করে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। আপনার NID Card Scan সহ সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশনটি সফল হবে। তারপর যে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
Railway Ticket Refund Calculator
কিভাবে অ্যাপসের মাধ্যমে লোকেশন চেক করবেন?
এপসের লগইন করার পর Search বাটনে ক্লিক করুন।এখানে আপনি যে ট্রেনের লোকেশন ট্র্যাক করতে (লোকেশন দেখতে) চাচ্ছেন সেই ট্রেনটি খুঁজে বের করুন এবং সিলেক্ট করুন। আমি দ্রুতযান ডাউন ট্রেনটি সিলেক্ট করলাম।
তারপরে একটি popup আসবে এখান থেকে yes বাটনে ক্লিক করুন।
একটু অপেক্ষা করার পরে লোকেশন দেখতে পারবেন। এখানে পরবর্তী স্টেশন এবং পরবর্তী কোন স্টেশনে ট্রেন থামবে এবং কত কিলোমিটার গতিতে চলছে, কোন বগি (Coach ) পিছনে রয়েছে। কত সময় লেট করে ট্রেনটি এসেছে, সেই সাথে কয়টি বগি (Coach ) ট্রেনে রয়েছে সেটাও দেখতে পারবেন। এখানে যা যা প্রয়োজনীয় প্রায় সবকিছু দেখতে পারবেন ।
আজ এখানে সমাপ্ত করছি. কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ